এসএসসি পরীক্ষার প্রস্তুতি : জীববিজ্ঞান
পঞ্চম অধ্যায় : খাদ্য, পুষ্টি এবং পরিপাক- সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, মুজিব ডিগ্রি কলেজ, কাদেরনগর, সখীপুর, টাঙ্গাইল
- ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : খাদ্য, পুষ্টি এবং পরিপাক’ থেকে আরো ২টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
পঞ্চম অধ্যায় : খাদ্য, পুষ্টি এবং পরিপাক
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সেলিম জন্ডিস রোগে আক্রান্ত। জন্ডিসের কারণে তার শরীরের একটি অঙ্গ ভাইরাসে আক্রান্ত হয়েছে। ডাক্তার সেলিমকে সহজপাচ্য খাবার পানি পান করতে বললেন।
১৬. মানবদেহে জন্ডিসের ভাইরাস আক্রমণ করে কোন অঙ্গটিকে?
(ক) প্লীহা
(খ) যকৃৎ
(গ) ফুসফুস
(ঘ) হৃৎপিণ্ড
১৭. যকৃতের কাজ-
i. খাদ্য পরিপাকে সাহায্য করা
ii. স্নেহজাতীয় পদার্থ শোষণে সাহায্য করা
iii. খাদ্যের অম্লভাব প্রশমিত করা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) ii, iii
(গ) i, ii ও iii (ঘ) i, iii
উত্তর : ১৬. খ, ১৭. গ।